হাটে গোরু,মাঠে গোরু
দাম যেনো চরমে,
হায়-হুতাশ ক্রেতার
কথা নেই শরমে।


কি যে করি, কি না করি
আর নেই বেশী দিন,
কোরবানির গোরু নয়
যেনো তা সোনার হরিণ।


এই দিকে বাসাতে
বউ খালি চিল্লায়,
গোরু কই? গোরু নেই?
আমি কই কিল্লায়?


ছেলে-মেয়ে বকে শুধু
কোরবানি দেবে না?,
আমি বলি চুপ থাক্
কোরবানি এবার না।


বউ কয় লাফিয়ে
কোরবানি ভালো কাম,
আমি বলি,তাতো জানি
দিওনা গো আর পাম।


পকেটের দুর্দিন
দেবো না যে পাল্লা,
লোক দেখিয়ে কোরবানি
সবে না যে আল্লা।


যাইহোক কি যে করি?
কালো সবার মুখটা,
এই দেখে চুপি চুপি
কাঁদে আমার বুকটা।


২৬.০৭.২০২০
নিজবাড়ী