আর কত অপেক্ষা?


জানালার গ্রীলগুলো অসহ্যতায় পড়ে গেছে,
ইজিচেয়ারে গা এলিয়ে দিয়ে এখন আর আরাম পাইনা,
চায়ের কাপের নিঃশ্বাস যেনো বিষের মত,
টপে ফুটানো ফুলগুলো এখন আর আমার স্পর্শ নিতে চায়না,
ফুলগুলো খুব যত্নে ফুটেয়েছিলাম,তোমার জন্য।


রুপান্তী; আর কত অপেক্ষা


ফোনের রিংটোন বেজে উঠলেই দৌড়ে যাই,
খুব সতর্কতায় চোখ বুলাই,
এই বুঝি তোমার ফোন এলো বোধহয়,
নিরাশ হই, সবকিছু ম্লান হয়ে পড়ে,


আবার অপেক্ষা শুরু হয়, নতুন করে, নতুন ভাবে।


রুপান্তী; শোনো?


অপেক্ষার যে কত অসহ্যতা, কত অস্থিরতা, অধৈর্যতা,
তার বর্ননা ভাষাহীন,
অপেক্ষার চেয়ে বরং প্রেমহীন, সঙ্গীহীন জীবনের আনন্দটা উপভোগ্য,


রুপান্তী; তুমি আসো
ভালো-মন্দ যাইহোক কিছু বলে যাও
হোক তা বিচ্ছেদ, তবুও


তবুও এই অপেক্ষা থেকে মুক্তি চাই,
মুক্তি দিতে চাই জানালার গ্রীলগুলোকে,
অতি যত্নে বেড়ে তোলা ফুলগুলোকে ও,
মুক্তি দিতে চাই ইজিচেয়ার কিংবা স্বচ্ছ চায়ের কাপটাকে।
২৫.৭.২০২০
নিজবাড়ী