আমি রয়ে যাবো-বাংলা ভাষার শুদ্ধতায়
আমি রয়ে যাবো-বাংলা ভাষার আঞ্চলিকতায়,
আমি রয়ে যাবো-বাংলা মায়ের স্বপ্নে
আমি রয়ে যাবো-বাংলার কিশোরের ভবিষ্যত স্বপ্নে।
আমি রয়ে যাবো-বাংলার হাওরের প্রাকৃতিক সৌন্দর্যে,
আমি রয়ে যাবো-বাংলার গ্রাম গঞ্জের আনন্দে
আমি রয়ে যাবো-বাংলার শহরের ইট পাথরে,
আমি রয়ে যাবো-বাংলার হাওরের চাষার স্বপ্নে
আমি রয়ে যাবো-বাংলার কৃষকের হাঁসি মুখে ,
আমি রয়ে যাবো-বাংলার শ্রমিকের ঘামে ঘামে ।
আমি রয়ে যাবো-বাংলা গানের সুরে সুরে
আমি রয়ে যাবো-বাংলা  কাবিতার ছন্দে ছন্দে।
আমি রয়ে যাবো-বাংলার আকাশে বাতাসে,
আমি রয়ে যাবো-শীতের সকালের কুয়াশা হয়ে।
আমি রয়ে যাবো- বসন্তের কোকিলের সুরেলা কণ্ঠে
আমি রয়ে যাবো-বর্ষার  ইলশেগুঁড়ি বৃষ্টি হয়ে।
আমি রয়ে যাবো-পদ্মা,মেঘনা,যমুনার ঢেউয়ে ঢেউয়ে,
আমি রয়ে যাবো-পাল তোলা নৌকার মাঝির গানে গানে।