আঁধার আসে সাঁঝে,
মন ভরে যেতে চায় সে সবে।
চোখে পড়ে নজর বুঝি না কেন,
কারণ মনের কথা বুঝি না ঠিক ভাবে।
তবুও রাতের আঁধার বলে মনে থাকে,
একটি আশা যা নয়ন যেন ফের একদিন সুখে হয় বেঁচে থাকে।
চাঁদের নীল রঙের সাথে সাজানো আকাশ,
মনে করে দিন সুন্দর হবে ফিরে আসা কাশ।
শহরের শঙ্কু শব্দ আর কম হয়ে যায়,
একটি সানাই শুনে যেন জীবনের শুরু হয়।
হৃদয় খুজো না তার মাঝে,
তবুও সবুজ ফসল বিছানো মাঠে দেখা যায়।
একটি নতুন দিন শুরু হবে ফিরে,
সেই আশায় মন ভরে থাকবে সর্বদা যেন।
রাতের আঁধার আসে সাঁঝে,
মন ভরে যেতে চায় সে সবে।