দেখেছি আমি সারা বিশ্ব ঘুরে
শান্তি যে পেলাম না কোনো খানে
একটুখানি শান্তি কি হবে তোমার দুয়ারে?
শান্তি যে চাই আমি সারা বিশ্ব ঘুরে।
ঘুরেছি যে আমি সাগর সমুদ্রে,
ঘুরেছি আমি পাহাড় পর্বতে
ঘুরেছি আমি গ্রামের রাস্তা ঘাটে,
ঘুরেছি আমি শহরের অলিতে গলিতে
ঘুরেছি আমি বাংলার আনাচে কানাচে,
শান্তি যে পেলাম না আমি কোনো খানে
শান্তি যে চাই আমি সারা বিশ্ব ঘুরে।
আবারো ছুটে চলেছি আমি শান্তির সন্ধানে
শান্তি নি পাইযে কোনো খানে
ঘুরে এসেছি আমি উত্তর থেকে দক্ষিণে,
ঘুরে এসেছি আমি পূর্ব থেকে পশ্চিমে
শান্তি পেলাম না যে কোনো খানে
অবশেষে শান্তি পেলাম যে আমার মায়ের শাড়ির আঁচলে।