চৈত্রের মেঘে মেতে কাকলি,
পল্লীর পথে ওই  কথাকলি ।
শৈশবে মোর বন্ধু হয়ে
মোর যত যাতনা লয়ে,
বিপদে মোর সঙ্গ দিয়া
কভু করনি মোরে বঞ্চনা ।
শৈশব হতে আজও দিয়াছ
দুঃখের লাগি সান্তনা।
আজও ভুলিনি
তব নীরব কাহিনী,
রাখিয়াছি মম চিত্ত গভীরে
জাগিয়া ওঠে হৃদয় নিত্য নিবীড়ে।
তব কুঞ্চিত শ্যামল কেশ
মোর নয়নে লাগিত বেশ,
তব তনু লাবণ্য
আহা কি অনন্য,
ধরণীর বুকে যতদিন
চন্দ্র-সূর্য বিরাজীবে;
স্ত্রী হয়ে সদা;
মোর পাশে রহিবে ।।