আমাদের এই সমাজে
যে যেমন খুশি, তেমন সাজে
          আজকে যিনি  মূর্খ প্রজা
          কালকে তিনি হন রাজা।
হস্ত জোড়ে প্রতিজ্ঞা করে ;
করিব সেবা প্রান ভরে।
আদর্শ মোর সংবিধান
দেশের লাগি হব বলিদান,
           কবি বলেন, ‘ দারুন কথা !’
তব প্রতিজ্ঞায়,
                মোর নাইকো ব্যাথা।
তখনই ব্যথা জাগে হৃদয়ে,
গরিবের অধিকার লও লুটায়ে।
উন্নয়নের লক্ষ টাকা,
         আসে যখন নিকটে ;
কিছুটা করেন খরচ,
         কিছুটা ভরেন পকেটে।
অঞ্চলের যিনি সভাধিপতি
ঘরেই তিনি আদর্শ পতি,
         পূর্ণ করেন বউয়ের বাসনা,
          উন্নয়নের অর্থে গড়েন গহনা।
সবাই জানে, সবই জানে
                মৌন সবাই রয়,
কেউ জানে না, কবে কোথায়
          কিসের  হাওয়া বয়।
ওহে যুবক !
           মৌন কেন, কীসের এত ভয়?
আজ নদীর কূলে বাঁধ ভেঙেছে,
                     ভয়কে  করো জয়।।