কতটা পথ পেরোলে পরে
                  নদী ও নারী নাব্যতা হারায়
কতটুকু ভোর ভাঙ্গলে
                   ডাহুকের বিরহ ফুরায়
কতটা আকাশ পাড়ি দিলে
           চাতক পায় নিখোঁজ বৃষ্টির ঠিকানা
কতশত বিরহ দাহে তোমার                                                              
           হৃদয় হয়ে উঠে ফিনিক্স পাখি  


এর কিছুই জানা হোলনা আজ আর...


জানা হোলনা এক বানভাসী
                     পিঁপড়ের বৈরাগ্যের খবর
গোলাভরা ফসলের লোভে
                 একই জমিতে বীজ পোঁতলাম
জীবনভর ।।              
             ......................