চক্ষের মইধ্যে আন্ধার বাসা বাইন্ধাছে
বেবাক আন্ধা, বেবাক কালা
ওই যে সুরুজটা, মনে হয় ঘর ভাংগা
আছিয়া বিবির কালা টিপ_
আলো নাই, খালি আন্ধা বিকায়।


সত্তর বছরের স্মৃতি বেবাক একটা একটা কইরা
কালি হইয়া গ্যাছে। সব কালির সাগর।


তয় একটা চিজ্ এহনো আছে। থাকবোনা
বুকের আস্তিনে বান্ধাইয়া রাখছি যতন কইরা
একটা মুখ, একটা পইক্ষের ছাও_
ছোঁয়া লাগলেই লজ্জাবতী পাতার লাহান
বুকের মইধ্যে মিশশা্ যাইত...
হ্যায় এহনো আছে_
                     টকটইক্কা সুরুজের লাহাল
                     কুমকুইম্মা কুসুমের লাহান।
তয় একটা খায়েশ_
আজরাঈলের লগে বুঝাপড়ার আগে
হ্যারে যেন শেষ দেহা দেখবার পাই।।
===================