পতঙ্গের জীবন নিয়ে পড়ে আছে রইছ
উখিয়ার সীমানাবিহীন অদৃশ্য সীমানায়।


এখানে রইছদের নাম নেই, নাম থাকতে নেই
যদিওবা ঘাসফড়িং নয় মানুষের অবয়বে
আবালবৃদ্ধ বনিতার বিপুল জনসমুদ্রের
একটাই তিলক, একটাই পরিচয় 'রোহিঙ্গা'


ওরা রাখাইন নয়, নয় আরকানি মুসলিম
পুঁজিবাদী রাষ্ট্রের বিষাক্ত ছোবলে নীল
হয়ে যাওয়া একটি পাসপোর্ট 'রোহিঙ্গা'।


অথচ রইছের কুকুরেরও একটি নাম ছিল - টার্কি।।
                    ★★★★★