করে যাও রক্ত বদল
চুষে খাও ক্ষেতের ফসল
বেঁচে থাকতে- ছেড়োনা কিছুই -কারোজন্যে|


হাহাকার যতই উঠুক-দিওনা প্রাপ্য যেটুক
লটকে দিও ঝটকা মেরে একটি টানেই|
ওরাতো সেই অবলা -ধুঁকে ধুঁকে জীবন চলা
রেখনা কিছুই এই জগতে ওদের নামে|


মুখে বলো আনবে সাম্য- কাজেতে ভারী অসাম্য
চমক ধমক সামনে রেখে ট্যাগের লোগো|
বারবার একই কর্ম কাজটি আনেনা সাম্য
লক্ষ কোটি পেরিয়ে বছর কোনো যুগেই|


তবুযে সাহসী ওরা ভাঙেনি মটকা ঘড়া
সাজিয়ে রেখে মাথার উপর অতি যত্নে!
ওদের আর কি-ই বা আছে চলেছে বস্তা হাতে
অর্ধ গায়ে!অর্ধ শুয়ে!সেই বস্তায়!


তবু যাও চেটেপুটেই বেহিসাব ছলা কলাতেই
লাগেনা যেন বাসন মাজার সাবান সোডা|
ঝকঝক করবে থালা লোভের ঐ জিভের খেলা
বারংবার একই ভাবে দৃষ্টি ফেলে|


করে যাও রক্ত বদল
চুষে খাও ক্ষেতের ফসল
বেঁচে থাকতে ছেড়োনা কিছুই কারোজন্যে|
                          -------------