ছয়টি মাস যখন কেহ গুমরে গুমরে কাঁদে
তখনও বোঝেনা মানুষ সে রয়েছে অবসাদে!
ব্যাস্ত জীবন ছুটছে সবাই জীবন গতির পথে
তারই মাঝে কখনো কেহ ভুগছে ক্ষুদ্র ক্ষতে|
কখনো এক গ্রামীণ কৃষক কেওবা খ্যাতিমান
আলতো হাতের মলম ছাড়াই যাচ্ছে বহু প্রাণ|
বাইপাসেরই রাস্তা ভালো হয়তো মিটার বেশি
ঘিঞ্জি শহর  আবর্জনায় গেলেই  ভীষণ ক্ষতি!
হাসি মুখেও চাপা  থাকে ব্যাথা  লক্ষ কোটি
ভালোবাসাই ক্ষতের মলম একটু দিব্য জ্যোতি|


শুধু হোক ভালোবাসার শুদ্ধ প্রয়াস,দুঃখের মাঝেই সুখ, অপমানেই সম্মান,অবসাদেই উৎসাহ আর
অশান্তিতেই শান্তি থাকে| চাই স্বচ্ছ মনের দূরদৃষ্টিতা
স্থায়ী অবসাদকাম্য নয়,
প্রতিটি জীবনই মহা মূল্যবান|