কুকর্ম হইলে জড়ো কলঙ্ক পাহাড়
পাষান হৃদয়ে ক্ষত নিজে নাহি দেখে
ক্ষার গাঁজলায় স্নান ধৌতি বারংবার
চিত্ত শুদ্ধি নাহি হয় কেবা খোঁজ রাখে|


রাশি রাশি শিলান্যাস অবিরাম গতি
মুক্ত শিলারূপে বিষ্টা ভঙ্গুর বেষ্টনী
নতুনে যতন দেখি প্রথাগত নীতি
পুরাতনে চক্ষুশুল নিত্য বেইমানি|


খোলা হাঁড়িতে মস্তক শরম বিদায়
হৃদয় বন্দক তবু দামি মানে জনে
সাপের ছোঁবল চুমে বিরল নেশায়
সাধারণে করে  ভুল ইথারের ঘ্রানে|


কাপাস বালিশে মাথা রজনী সুখের
নোটের গদিতে নিদ্রা জীবন দুখের|