প্রাচীন গৃহের কোনে স্তুপের গাদায়
ফুটফুটে দেবশিশু কাপড়ে জড়ায়ে
কেন ফেলে গিয়েছিল এহেন কাদায়
ক্রন্দনে ছুটলে তুমি ললাট বাড়ায়ে|


লুকায়ে রতন খানি বিছায়ে আঁচল
কুটিরে নব অতিথি বহু বর্ষ পরে
তোমার নয়নে তবু জলে ছলছল
পূর্ণ পূর্ণিমার চাঁদ আমাদের ঘরে|


সুখের কাজল চোখে নিশুতির আশা
মমতার দুটো হাতে দেব শিশু ঘুমে
ব্যাকুলতা জাগে মোর আসে ভালোবাসা
প্রভাতের রবি মামা এসে গেল চুমে|


সহসা ছিনিয়ে নিল কলম আইনে
দুজনাই পথ চেয়ে ভালোবাসা টানে|


              *******