দরিদ্র জননী কাঁদে কন্যার যৌবনে
উন্মুক্ত আকাশ তলে গোধূলি বেলায়
রিক্ত হস্তে ঢেকে মুখ গভীর চিন্তনে
সংকোচ কণ্ঠের স্বরে মনো বেদনায়|


আঁচলের ছিদ্র ভেজা দারিদ্র লালায়
গরিব যৌবনা বোঝে মাতৃ দন্ত ছাপ
ভারাক্রান্ত মনে নিজে কন্যা দোষ নেয়
সুস্পষ্ট ভাষায় বলে ইহ জন্ম পাপ!


ধনীর গৃহে  চাঁদনী পূর্ণ গোলাকার
গোলাপের জলে ধৌতি চাঁদনী বদন
অমাবস্যা মাখা মুখে পূর্ণ অন্ধকার
মাতায় আঁচলে রাখে প্রাণ যতক্ষণ|


কন্যা দানে মুক্ত হস্তে যদি করো দান
গঙ্গা জলে স্নান বিনে পূণ্য এ মহান|


                ********