দিন আনি দিন খাই মনের আমির
লেপে মুছে রাখি মোর ভগ্ন গৃহ দ্বার
ছেঁড়া মাদুরেতে ঢাকি শীতল শরীর
শীতের কাঁপুনি লেখে রোজ সমাচার|


রেশন দোকানে যাই হেঁটে আট ক্রোশ
পদতল ফেটেযায় ভেসলিন চায়
ঝোলা কাঁধে বাড়ি ফিরি গরমে বেহুশ
ডানে টানে বামে টানে বলে হবে জয়|


অশ্বিন কার্তিকে ওরা ঘোরে দলে দলে
ভীষণ আপন লাগে পাশে এসে ঘ্যাঁসে
ব্যবহার করে ওরা ছুঁড়ে ফেলে জলে
কাদা ছেনে উঠে মোরা তাও যাই পাশে


মন থেকে নাহি চাই, বণিক হৃদয়
মনের আমির মোরা গরিবের জয়|


           ********