প্রাণ নাই মন নাই তবু শ্বাস চলে
দেবগৃহে রণক্ষেত্র সাজিয়াছে ক্ষোভে,
দিবস রজনী কাটে চোখ ভেজা জলে
বিপন্ন জীবন শুধু বাঁচিবার লোভে|


কুহেলিকা ভরে গেছে ধরাধাম মাঝে
দূষণের চাপে তাপে শুধু বিভাজন,
ফসল ফলিছে শুধু নেই কোন কাজে
মুখে শুধু ভালো তাই  দুঃখ বরিষণ|


রণাঙ্গন নাহি দেখি শুধু চাহি জয়
হইবে না সমাধান আড়ালে আড়ালে,
অতি বড়ো বীর দেখে রণে পরাজয়
সুচাগ্র মেদিনী নয় বিনা হরতালে|


মায়ের সম্ভ্রম যদি জলে যায় চলে
বেঁচে থাকা মৃত লাশ মিছে মায়া জালে|


          *******