বংশ রক্ষার দায়বদ্ধতায় ভীষণ চাপ
মানসিক দগ্ধতায় কুঁড়ে কুঁড়ে
খায় সর্বক্ষণ
সফল হয়েছে বিশ্বায়ন


বৈধতায় বেড়েছে ক্ষুধা-তৃষ্ণা অপর্যাপ্ত
সাফল্যের পাতায় তোলা চরম মুহূর্ত
নিয়মের ঘেরায় বেঁচে যায়
অনেক কাঙ্খিত জীবন


জ্যোতির্ময় আলোকে বিলীন
হয়েছিল অন্ধকার
রয়েছে কিঞ্চিৎ আজও
মাইক্রোস্কোপ অসফল হয়
সফল চিন্তন সৃষ্টির অনুগামী আজও
মূত্র বিসর্জনও যাদের সময় অপচয়


বংশগতি থমকে যায় বিশ্ব মানবতায়
ছেয়ে যায় বন্য কচু শুস্ক মৃত্তিকায়