দামাল শিশু স্বপ্ননীড়ের রঙিন দেওয়ালে
মনের ভাষা লেখে তখন তোমার রাগ হয়, ভীষণ
রাগ হয়, জ্বলে যায় তোমার অন্তরাত্মা
দামাল শিশু কাঁদে! নিজস্বী তুলতে শেখেনি সে


শাকমাসি দুপয়সা বেশি বললে তোমার ভদ্র বসন
মাঝবাজারেই পরিত্যক্ত হয় আর রক্তজবার মত চক্ষু
দুটি খোঁজে দুফোঁটা বেলাডোনা


সহধর্মিনীর বাধক যন্ত্রনা উপেক্ষা করে অসফল
মনকাঙ্খায় বাথরুমে ভরেওঠে সাদা ধোঁয়া, রাগ
হয় তোমার ভীষণ রাগ


দেরিতে আগমনে অফিসের বসের বাস্টার্ড শব্দ
সোনার আগেই ব্যাগে রেখেদাও
পৰ্যাপ্ত সেলোটেপ,একগ্লাস ঠান্ডা জল!


আসলে রাগ হয়না তোমার, রাগের অভিনয়
চলে স্থান কাল পাত্র দেখে, রাগ কখনো
দ্বিচারিতা করেনা|


                     **********