হাতেগোনা কয় মাস মিনির বিদায়
আমাদের ফুলপরী  শশুরবাড়িতে
পিতার বুকে শুন্যতা কাহে বলি হায়
অল্প দিনের অতিথি না পারি রাখিতে|


ছোট্ট ছোট্ট হাত দুটি, মাথে লাল ঝুটি
মন মাতানো বুলিতে মিষ্টি মধু হাসি
অফিস শেষের ক্লান্তি,সাথে হাঁটি হাঁটি
আজ কলেজে উঠেছে, চিন্তা রাশি রাশি|


নতুন গৃহের খোঁজ আসিবেই জানি
সাধ্যি কার তোমাদের আগলে রাখার
বছর পরে হলেও খোঁজ রেখো মিনি
মনে মনে কথা হবে নিত্য বারংবার|


অকারণে ফোন নয় তোমার ভালোতে
আপন করে নেবে সে রইবে আলোতে|


             ********