বক্ষে ধরি মাতৃ মম স্নেহ মায়াজালে
ঘুচিবে বিভেদ দুঃখ, জাগিবে মমতা
নমন তোমায় মাতে রাখিও আঁচলে
অশ্রুজলের রেখায় জাগিবে সমতা|


ভুলি ভেদাভেদ জাতি, বর্ণ অন্ধকার
রাম রহিম জোসেফ মোরা ভাই ভাই
খসিয়া পড়িবে ছল, বিভেদের হার
একতা ধরিবে হাল বক্ষে আশা তাই|


শত চাতুরীর হার ,হবে বারংবার
হিন্দু মুসলিম ভায়ে মধুর মিলনে
হৃদয় হইবে এক ,অশুভের হার
দেখিবে সর্ষের ফুল মনের জ্বলনে|


আঁধারের শেষে আলো জগের ধারায়
সুযোগ সন্ধানী সব রবে বেপাড়ায়|


          **********