দূরীকরণ হউক শোষণ বঞ্চনা
দ্বেষ দ্বন্দ্ব পরিত্যাগ, মঙ্গল কল্যাণ
তেজ কায়া শুদ্ধ রক্ত, তবুও লাঞ্ছনা!
উচ্চতর আদর্শেই হোক শাস্ত্র জ্ঞান|


সর্ব জাতিতে সমতা, যা উৎকৃষ্ট পন্থা
দারিদ্র নিবারণেই বাঁচিবে জীবন
শোষণ ও বঞ্চনার সঠিক  ব্যবস্থা
সকলে বাঁচুক বিশ্বে, হে অবুঝ মন!


পৈশাচিক মনোভাব উন্নত হইবে
সাধন ভজনে হোক মানবের শুদ্ধি
পদদলিত তাদের অশান্তি ঘুঁচিবে
যা সাকার নিরাকার জ্ঞানের বিশুদ্ধি|


বিভিন্ন গ্রহের স্বাদ মন যদি চায়
সেথায় সমতা নয়  ভীষণ অন্যায়|