ওরে কেন বেঁধেছিস হাড়ে? দে, ছেড়ে দে রে!
দেখছে কেমন মুক্ত আকাশ পানে!
দে, ছেড়ে দে রে| শৃঙ্খল খুলে দে রে
বন্ধন খুলে দে|ওদের মুক্তি দে|


নয়ন জলে ভিজেছে বসুন্ধরা, বছরের পরে
বছর গেছে বেয়ে, মূলধনতো তোরা গিয়েছিস
পেয়ে! তবুও কেন বেঁধে রেখেছিস হাড়ে?
দে রে ছেড়ে দে|


সুদের হিসাবেই ব্যাস্ত ভীষণ তোরা!
ক্ষেপেছে তোদের বুদ্ধির পাগলা ঘোড়া?
পাঁজরের হাড় গোনা যায় যে স্পষ্ট!
তবুও তোদের হয়না একটু কষ্ট!
দে রে ছেড়ে দে|


কোলের ছেলে ফুঁপিয়ে কাঁদছে জোরে
প্রখর রৌদ্রে লাইন শেষের পরে
একটু আশায় ফিরছে আপন ঘরে
তবুও তোরা বলবি সুদটা দে রে!
দে রে ছেড়ে দে|


ওরাই করছে মানবসেবা জনহিত
গাইছে মুখে মিষ্টি মধুর সঙ্গীত
গিরগিটি দেখে হৃদয়ে ঢুকেছে ভয়ভীত
বাধ্য হয়েছে বিচলি চাদরে পার শীত
দে রে ছেড়ে দে| ওদের ছেড়ে দে|


দ্রোহের আগুন জ্বলে যদি কোন দিন
হারমানবে, তখন হবে স্বাধীন
উল্লাসে গগন তলে প্রতিদিন
উল্টো নাচবে ধিন তাক ধিন ধিন
তাই দে রে ছেড়ে দে|ওদের ছেড়ে দে|
শুকনো হাড়ের বন্ধন খুলে দে|


                      *********