আঁখি মেলে চেয়ে রই তোমার প্রতীক্ষায়
রিক্ত আকাশের বুকে, শুন্য ভান্ডার
রাশি রাশি মেঘ ভেসে চলে যায়
আমি নববধূ দিগন্তই সাথী-কঙ্কালসার


গভীর দুঃখে দিবস কাটে, স্তব্ধ রজনী
নবজাতক স্তন নাহি পায়, কাঁদে বারংবার
সবাই আসে যায়-অবকাশ পায়
কেহ নাই মোর সাথে, বুক কাঁপে থর থর


ছুটে চলেযাও ধোঁয়া টুকু ফেলে
ক্ষনিকের দর্শনে বিলীন হয় উড়োযান
দরবার মাঝে রেখো মোর অভিযোগ একবার
পদোন্নতির ফাঁকে দেখে যেও, বাঁচবে দুটি প্রাণ


                    **********