বসন্তে কোকিল আসে
মিষ্টি মধুর কথা বলে
ক্ষনিকের বিনোদন
শোক তাপ যাই ভুলে

দাঁড়কাক ঝাড়ুদার পাখি
এলে বলি হরিনাম
অশুভ সংকেত পাই মনে
ডাস্টবিন ঘাঁটে নেই দাম

বর্ণ বিদ্বেষ ভোলায় সুরের জাদু
সোমালিয়ার শৈশব দেখি
চক্ষু কোটরে পর্যাপ্ত ক্ষুধা
নিঃস্ব আমি ওদের ভালোবাসি

হরিজন পবিত্র মানব
শুচি বস্ত্র ফেলে করি আলিঙ্গন
যোগ্য সম্মান চাই কাশ্মীরের কাছে
যাদের পূর্বজও  করেছিল বর্জ্য নিষ্কাশন

                 ***