অসীম নির্জনে তুমি, আমি উদাসীন
যামিনীর কৃষ্ণ চক্ষু যোগায় সান্ত্বনা
দীন নয়নে চাহিয়া -তবু অশ্রু হীন
রেখেছিনু বক্ষে মম, বিধি বিড়ম্বনা!


নীলিমায় খুঁজে ফিরি গোধূলি যখন
সমতলে ধূলিকণা ফিরায়েছে মোরে
বিতৃষ্নায় তারারাশি নিশুতির ক্ষণ
জাগিছে অভাগা ভাল শত শত দোরে|


উষালোকে প্রেমজ্যোতি সৃজনের স্রোতে
কপোত কপোতী জুটি প্রেমের সাগরে
নয়ন খুলিয়া ভাবি আসিয়াছ প্রাতে
ব্যাকুলতা তবু মোরে রাখিছে বিভোরে|


সঙ্গীহীন দৈনদশা না পারি সহিতে
মনোব্যাথ্যা কেহ মোর না চাহে বুঝিতে|
                 ********