উদার বটবৃক্ষ
*************
পাখিরা বাসাবাঁধে, গান গায়,
ফল খেয়ে বিষ্টা ফেলে-ভ্রূক্ষেপ নেই
অনন্ত কালের শপথে বদ্ধপরিকর
ঝাঁঝালো রৌদ্রেই পরিষেবা
একপশলা বৃষ্টিতে বিষ্টা ধুয়ে যায়
আদিমকাল  থেকে ডিজিটাল সভ্যতায়
মহীরুহ শুনেছে শক হুন পাঠান মোঘল
আৰ্য্য অনার্যের নাসিকার বিকট ধ্বনি
তবুও ঘুমন্ত মুসাফিরের যত্নে
নিজের ফলকে ধরে
রেখেছে ক্ষুদ্রাতিক্ষুদ্রে


              ********