তারপর শুনি কানে হাহাকার চারিদিকে ,
বিধ্বস্ত রজনীর ভাঙা মাস্তুল ভাঙে বারবার ।


এপারেতে কান্নার ধ্বনি বিদ্ধ বুকে ওঠে ফুপিয়ে ,
ভেসে যায় সাগর জলে চির নিদ্রায় কয়েক প্রজন্ম ।


ওপারেতে কাঁদে সব ; কাঁদে হাহাকার , কাঁদে ঘুম ,
আবার কখনও চুপটি করে -কাঁদে বেদুঈন , কাঁদে পথবাসী ।


কান্নার রোলে কালো হয় সাদা ,সাদা হয় আধাঁর ,
পথ মাঝে ভাঙে রাস্তা ; গড়ে ওঠে গর্জিত বায়োনেটের ফলা ।


গ্রামে কাঁদে শহর , জঙ্গলে গ্রাম ;
আরো একবার - হে নগর তোমায় ,
বা হাতে দিলাম সালাম ।


পাঠিয়ে দিলাম পায়রা পায়ে সকল ক্ষৃুদ্র আশা ,
পায়রা তো সেই মাঝপথেই মরে হলো জীবাশ্ম ,
গবেষণায় মাতে প্রত্নতাত্তিকতা ।


ঘর বাঁধে দু'পারে ; মাঝখানে কাঁটাতার ।
ভাঙা স্বর ভেঙে পরে , আবার আবার ।
ঘর বাঁধে বাবুই , ঘর বাঁধে চড়ুই ,
ঘর বাঁধে সঙ্গীহীন ;
ভেঙে পরে ছাঁদ , ভাসে খোলা আসমান ।


এই সীমান্ত মুছে যাক আবার কোন ছলে ,
দুনিয়ার বুকে বেদুইন উটকুলে ,
চন্দ্র , মঙ্গল , মেরু , মরু ভুলে ,
একাকার হবে সবার জানালা ,
কেবল আটকে রবে.............।


রচনাকাল: ৩রা অগ্রহায়ন , ১৪২০