আমি নিজেকেই বলি, আমি বিষ ,কেন?
ঢোল পেটাতে মজাতো , এ কারনে খুব !
নিজের ভেতর আলো , কভু পেয়েছি কি ?


লোকে হাসাহাসি করে , আড়ালে আড়ালে ।
বিষ নিয়ে বাজি লাগে , রোমিও যে ওরা ।
আর আমি চুপ করে , ভাবি দিন-রাত ।


ঠিক কতটুকু বিষ , মৃত্যু আনা যায় ;
কতটুকু বিষ হলে , ধারা বদলায় ।


ভাবি শয়তান আমি , আগুনের যেন ,
জ্ঞান সাগরে দিলাম , চুপ করে ডুব ;
নিয়ে এলাম গরল , কাব্যে বিষকন্ঠী ।


সনেটেতে বিষ দিয়ে , অন্ত্যমিল-তালে ,
পাঁচেতে ভেঙে স্তবক , আর ছন্দ ধারা ।
এবার নাচুক লোকে , নিয়ে ভাঙা দাত ।


........................................................................
বি. দ্র. :“ (××সনেটের ধরন “ বিষ”  :১৪ অক্ষর ;
××অন্ত্যমিল: অষ্টক- ক খ গ : ঘ ঙ চ : ছ ছ
                   ষষ্টক- ক খ গ : ঘ ঙ চ   )”


>> আজকের কবিতার বিষয়ে মন্তব্য সবার নীচে দিলাম