১.
এই পথে যত জ্বালা , মুখ থুবড়ে পড়ে আছে ,
তা তো সবই দুঃখ ছিল , কেবলই আমার কাছে ,
কেউ জানলো না ,
জানতে চাইলো না ,
আমিই জেনেছি সে দুঃখ , পথের মাঝে ।


২.
বাঁশ বনে হাঁস , গিলে খায় ঘাস ।
নদী পাড়ে চাষ , চলে বার মাস ।
তাঁরা বনে চাঁদ ,
কাঁদে দিন রাত ।
বন্ধি যাযাবর , হতে চায় লাশ ।


৩.
নেঁচে-গেয়ে-কেঁদে মরি আজ , বাংলার পথ-প্রান্তরে ,
কীভাবে এ মন , শান্ত হবে বল , রুক্ষ-জরা অন্তরে ,
শুকিয়েছে সব সবুজ কলি,
‌কেন শুকালো কি করে বলি,
শুধু এই বাংলার যত রুক্ষতা আজ গেঁথে আছে আমার অন্তরে ।