আযান মাত্র শেষ হল খুব ,
শেষ হল আমারই কানের কাছ ঘেঁষে ,
শুধু আমারই দেহ -
নিথর - নির্জীব - কাঠ হয়ে পরে আছে -
বিছানার এপাশে ;
চোখ বেয়ে নেমে গেল
সেহরীর সময়টুকু ,
ঠিক আধা জীব হতে চাওয়া
আমার শত ভুল ।


ক্ষমা করুন আমায় ,
হয়তবা মাযুর হয়েছি সাময়িক -
দেহে আর মনে ;
গাহে মর্সিয়া হৃদয়ের দ্বারে ,
নীল রমযান খুনে -
বেদুঈন হবনা আর ,
গলাভরা তৃপ্তিতে ইফতার হবে ,
পানি যেন উত্তাল পদ্মার ।


ইয়া গাফুরুর রাহীম ,
আজকে কিছু চাইতে পারলাম না ,
এ অধম জবানে শুধু স্বর ভাসে ,
আমিন , আমিন ...........