১.
আজকে আমার মনের ভেতর , কেমন জানি শয়তানি
কালকে হবে তোমার মনে , ইটিস পিটিস বোরহানি
থামো দেখি - কেমন আছ ,
চুপটি করে - এবার নাচ ,
তবে পড়ে খাক সব রাতে , স্বদেশ- বিদেশ আমদানী ।


২.
পারবনা আর , পারবনা কোনো বলতে মিথ্যা
পারবনা কেন , জানি কিছুই হবেনা আমার দ্বারা
তবে সবই থাক পড়ে
ছিল যা আগের মত করে
বেঁচে থাক শুধু নিভু নিভু করতে থাকা আমার আশা ।


৩.
বাঁচতে চাই আবার , লিখতে চাই আবার নতুন করে
যেখানে কোন যুদ্ধ হবেনা , শান্তি রবে প্রতিঘরে
কাঁদবেনা কোন শিশু পাবে অভয়
স্বপ্ন দেখে আর কেউ পাবেনা ভয়
কেবল মানবতা গুণ রয়ে যাবে সবার অন্তরে ।