আমি আজকের রোদ্র ভেজা এই সাওম সাধনার দিনে
হয়তবা বুক ভরা তওবা নিয়ে মাসুম হতে চাই
এই বিরামচিহ্নহীন কবিতার প্রতিটি দলে
আমি আমাকেই সাজিয়ে দিয়ে আজ যেন পান করি
হালাল রিযিকের বদলে সাকী হাতে সাজানো মদিরা
হায়রে কপাল এতো দেখি পুরো জিন্দেগী কাফফারায় ছুঁটে
ফা লাম্ সিন্ ত্বোয়া ইয়া নুন্ ।


তবে আমাকে তোরা এক সাগর কার্তুজ এনে দে
আমি সেই সাগরে ভাসাবো আমার মায়ের লাশ
যেখানে আমার ভাইয়ের জন্মই হয় ইজ্জত ছাড়া
সাত সাগরের তীর ঘেঁষে সমকামী বেশে
শুধু সেই হারানো মেলার আশায় মুখে ভেসে উঠে
ফা লাম্ সিন্ ত্বোয়া ইয়া নুন্ ।


ওরা এই বুকে হাত রেখে বান মারে
চোখে চোখ বেঁধে কালিমা পড়ে
হায়রে আমার ইব্রাহিমি ভাই আজ তোদেরই কাছে
আমারই গায়েবী রুহের কাফফারা চাই
ফা লাম্ সিন্ ত্বোয়া ইয়া নুন্ ।


আর কত গাইবো আমার মর্সিয়া মাখা গান
এ যেন কারবালা বুকে তলোয়ার খোলা হল মাত্র
তবে এই তলোয়ার আমার ঈমানি শান
ফা লাম্ সিন্ ত্বোয়া ইয়া নুন্ ।


এই বিরহের রমযান চোখে আর কত যুদ্ধ বুকে
গাইবে আমার প্রতিটি প্রজন্ম মানবতা আশায়
ফা লাম্ সিন্ ত্বোয়া ইয়া নুন্ ।


#(ফা লাম্ সিন্ ত্বোয়া ইয়া নুন্ = فلسطين > palestine )