বাস্তব কথন ।।


সাহিত্যি কের সাহিত্যসত্ত্বার উপর ব্যক্তিসত্ত্বার প্রভাব পরবে এটাই স্বাভাবিক, এর পেছনে নানান ধরনের কারন থাকতে পারে। সাধারনত একজন সাহিত্যিক তাই প্রকাশ করেন যা তার জ্ঞানসীমার মধ্যে পরে ।
বাংলা সাহিত্যিকদের দিকে ভাল করে খেয়াল করলে দেখা যায় তাদের অধিকাংশ সৃষ্টিকর্মই তৈরি হয়েছে এই বাংলা অঞ্চলের পারিপার্শিকতাকে কেন্দ্র করে ; এটা সকল ভাষাসাহিত্যের মধ্যেই লক্ষণীয় বিষয় । প্রতিটি ভাষাই তার পারিপার্শিক আবহাওয়া ও তাকে বহনকারীদের জীবন সংগ্রাম দ্বারা প্রভাবিত ।  
তবে বিশ্ব সাহিত্যের অপার খোলামাঠে কিছু সংখ্যক সাহিত্যিক রয়েছেন যারা নিজেদের পারিপার্শিকতাকে ছাপিয়ে গিয়েছেন অথবা সেই পারিপার্শিকতাকেই দিয়েছেন অন্য আরেক নতুন মাত্রা ।


”বিষ” কথন ।।


কাব্যহত্যার এক পর্যায়ে খেয়াল করে দেখলাম , আজকাল আমার ছুরির তেজ কেমন জানি একটা বিশেষ ধার নিয়ে আসে ! (how funny!!)
তাই হঠাৎ মাথায় এলো বাংলা ভাষার কবিদের নিজস্ব ঢংকে একবার অনুশীলন করলে কেমন হয় । কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে লেখা কবিতা গুলো দেখে প্রথমেই ”নজরুল পর্ব ” – টা লিখলাম , ভালও লাগল । তাই একের পর এক অন্যান্য কবিদেরকে একটু অনুশীলন করার ব্যর্থ প্রয়াস  চালানোর চেষ্টা করছি বেশ কিছুদিন যাবৎ । আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতেই নেবেন ।


রচনাকালঃ ১৭ই ভাদ্র, ১৪২১