তোমার প্রেমে নিশপেসীতো হয় যে আমার মন।
বুঝিনি হৃদয় মাঝে তুমি করলে কখন বিচরন।
পাগলকরে দিলে কমল কালো ঢেউ খেলানো চুলে।
পাগলি কেনইবা বাসতে গেলাম ভালো, কোন ভুলে।
যেমন  আকাশে থাকে একটি মাত্র ধ্রুবো তাঁরা।
তেমন আমি যে আর বাচবো না, তোমাকে ছাড়া।



তোমার জন্য ভাবি বসে একলা নদীর তীরে।
তোর চাদপারা মুখটি ভেসে ওঠে শতনারীর ভিড়ে
এই ভাবেই কাটে আমার সকাল সন্ধ্যা রাত
ইশ্বরের কাছে কামনা আমার রাউতড়াতে করিও
                                         মোলাকাত।