হাতে হাত রেখে বলেছিলে কথা।
ভালোবেসে,  দিয়ো না গো ব্যথা।
ভালোবেসে, আমায় তুমি করে নাও আপন।
তুমি আমায় রাখো বুকে করিয়া যতন।
            বা!
সহজ সরল কথাগুলি রাখছো কেন গোপন?
থাকলে বসে পিতামহ বুঝবে আবার কখন।
           ও
তাই বুঝি কাজ কাম করো না তো কিছুই,
এই ভেবে ভয়ে ভয়ে অনেকখানি পিছুই।