কবি কবি মন আমার লিখতে বাসি ভালো,
ডাইরিতে থাক না লেখা মনের কথা গুলো।
চলে যদিও যাই আমি থাকবে আমার লেখা,
স্মৃতি গুরি সব তুলে ধরবে ঐ ডাইরির পাতা।
তার সাথে সব ঘুরাফেরা আর কাটানো দিন,
আমার দিকে তাকিয়ে থাকা ওই সুন্দর সিন।
কাউকে বলে লাভ নেই তাই ডাইরিতে লেখা,
স্মৃতি গুরি পড়ে আনান্দ পাই আমি একা একা।
যাই হোক চিরদিনই তার সুখ কামনা করি,
আমি কি তার কখনো দুঃখ চাইতে পারি ?
তবে আমি তার চোখের কাটা হয়েছি এখন,
তাইতো একটু দূরে রাখি নিজেকে সারাখন।
দূরে থাকলেও তার সব খবরে পাই আমি,
আমার কাছে ভালোবাসা স্বর্ণের চেয়েও দামি।
একবার বাসলে ভালো ভুলে না তাকে মোন,
দূর থেকে বাসবে ভালো সারাটি জীবন।
হয়তো সে অন্য সংসারে থাকবে অনেক মেতে,
পরবে মনে পুরনো স্মৃতি কান্না আসবে তাতে।
                 ----------- সেলিম ইসলাম  !