আকাঙ্ক্ষা


আমি ছুটে-ছুটে যাই প্রগতির কাছে,
তবু সে আমাকে লুকিয়েছে বারে-বারে,
আমি সকালের আলো সন্ধানে উঠে
নয়ন মেলেছি রাতের অন্ধকারে।
রাত তো হলো না শেষ,
হৃদয়ে ভরেছে ক্লেশ!
আমি আকাশের উদারতা চেয়ে-চেয়ে
ফিরে-ফিরে আসি বেদনার কারাগারে,
কে আছ গো প্রিয়,আনন্দ দেবে এসে;
চেতনা ফেরাতে,আমি ডাক দেব কারে?


আমি হীনপ্রাণ তারকার কাছে বলি,
যে তোমাকে দিলে হীরে-মাণিকের দ্যুতি;
যার দয়া দানে তোমার অঙ্গে সদা
মোহময় মিটিমিটি করে লুটোপুটি।
আমিও চেয়েছি জয়,
হোক দৃঢ় পরিচয়!
স্রস্টার কল্যাণে ধরা বাগিচাতে
যদি এক খানি কুসুমের মতো ফুটি!
তখন ভরবে সুখ ভরা নিঃশ্বাসে-
বাতাসের সাথে,সুবাসিত অনুভূতি।