আমাদের কথা গুলো কাঁদে
বুভুক্ষু হৃদয়ের মাঝে,
প্রকাণ্ড মুখের প্রাসাদে
ছোটখাটো মুখ তাতে সাজে ?


আমাদের নেই কোনও শ্রোতা,
কথারা বাতাসে যায় উবে,
স্বপ্নের লাল সূর্যটা
এই ভাসে,এই যায় ডুবে !


কতো কাল হয়ে গেলো জানো,
শব্দের রোনা-আহাজারি ?
মুখ তো গেলনা পাল্টানো,
কারা যেন করে তাঁবেদারি !


ছোট মুখে বড়ো-বড়ো কথা,
তারা কি সহ্য করে নিত !
আমাদের বাক স্বাধীনতা
গুমরে-গুমরে যেন মৃত |


ভিতরে আগুন হুহু জ্বলে
হয়েছে আগুন বন্দর !
অলিখিত শক্তির বলে
নির্বাক আমাদের স্বর |