কান্না অনেক দেখেছ হয়তো
রক্তাভ লাল চোখের,
মান অভিমানে কেঁদেছে কেউ বা
স্বজন হারানো শোকের।
ক্রোধানলে হোক পাওয়া না পাওয়াই
অনেকেরই গাল ভেসেছে,
অনেকে আবার কান্নাকাটিকে
অল্পেই ভালো বেসেছে।
কাঁদেনা কে আছে এই পৃথিবীতে
কাঁদে তো সকলে সমানে,
ভিতরে-ভিতরে যারা কাঁদে তার
কেউ কি পেয়েছে প্রমাণে?
সে কাঁদা কেবল পাঁজরে বন্দি,
তাই বয়ে-বয়ে নিত্য,
প্রকাণ্ড থেকে প্রকাণ্ড হলো
ভার বয়ে চলা চিত্ত!
হায়রে এমনও মানুষ রয়েছে
সদা চুপিসারে লুকিয়ে,
মনের বাজারে ফুল দিতে-দিতে
নিজেই গিয়েছে শুকিয়ে।