(বিদ্যুন্মালা ছন্দ)


একবার দরকার খুব জোর ঝগড়ার,
অদ্ভুত বায়নায় খিটখিট মন তার।
চঞ্চল চোখ দ্বয় চিক্-চিক্ ভরপুর,
ঘর ময় চিৎকার নিদ্রার চুর্-চুর্।
কাজ-কাম নেই যার,বকবক কাজ তার,
গল্পের বই চাই দিন-রাত পড়বার।
অন্যায় ধান্দায় মন চাই রোজকার,
বললেই মারমুখ,গম্ভীর হুঙ্কার!
মস্তক ঘুরপাক,জর্দার পান খায়,
উল্টাই-পাল্টাই,গুনগুন গান গায়।
সন্ধ্যায় দুই'শোর লাগবেই টক দৈ,
একদিন ভুল লেই কিল,চড় হৈ-হৈ!
ভরপেট সন্দেশ ভুল নেই গিলবার,
অম্বল ঠায়-ঠায়,ঔষধ আবদার।
এইসব ঝঞ্ঝট নেই শেষ মিটবার,
একবার দরকার খুব জোর ঝগড়ার।