অতীতের ফেলে আসা দিনগুলো
বড়ো ভালো লাগে,
আজকের কথা যেন টানাপোড়েনের হয়।
অতীত জড়িয়ে তাই ভালো থাকি,
আগামী মেঘের মতো অনুমান,
নিশ্চিত কিছু নয়।


সূর্য যখন সাঁঝে ঢলে পড়ে
দূর দিগন্তে,
পড়ে থাকা ফুল শুকিয়ে যাবার ঠিক পড়ে-
সকালের কথা ভেবে হেসে উঠি,
কতো চেনা ছিল,কতো ভালোবাসা,
কতো প্রেম অন্তরে।


বাতাসের গায়ে মাটির গন্ধ
আজও লেগে আছে,
যে মাটির বুকে নিঃশ্বাস নিয়ে ঘুমেয়েছি,
ধুয়ে গেছে কতো দিন হয়ে গেল!
তাই মোহনার কাছে হাত পেতে
প্রাণপণে ছুটে গেছি।


যতো ছিল ব্যথা আর কিছু সুখ
জীবনের পালে,
আমি তা ভুলিনি এই শেষ কিনারায়,
লাল হয়ে ওঠে বাঁধভাঙা চোখ!
যখনই ফেলেছি সিক্ত পলক
যেন সব মনে পরে যায়।