তুমি কি তোমাকে চিনতে পেরেছ তোমার নিজের জন্য?
তুমি কি কখনও নিজের আকাশে হয়েছ নিজেই ধন্য?
আমি তা পারিনি জ্ঞানত আমার দিবস-রজনী,সন্ধ্যা,
আমার চিত্তে কুসুম ফোটেনা,আমি শোকাতুর বন্ধ্যা!
তাই তো নিত্য খুঁজে-খুঁজে ফিরি,জিজ্ঞাসি প্রতি জনকে,
কে এমন আছে এই ধরনীতে চিনেছে নিজের মনকে!


কে তুমি রয়েছ দু নয়ন ভরে চাঁদের স্বপ্ন বাঁধলে?
হতভাগ্য কে দেখা দেবে ওগো আর কতো টুকু কাঁদলে?
জানো তো!মনের অমাবস্যায় চারিদিক শুধু অন্ধ,
আমার আশার খাঁখাঁ ময়দানে পরাজিতদের গন্ধ!
তবে কি আমিও তাদের মতোই আগুনের মাঝে জ্বলব!
আগামীর কাছে লুকিয়ে তাহলে মাথা নত করে চলব?
আমার আমিকে চিনতে চেয়েছি স্বপ্ন আগলে-আগলে,
দুর্ভেদ্য কে পরাভূত করি আর কতো রাত জাগলে?
কী লাভ বলত মন টাকে বয়ে?যদি হয়ে যায় ভগ্ন!
এসো হে বন্ধু,মন বুঝদার,যায় বয়ে যায় লগ্ন।