তোমরা যে হাসি দেখছ এ ঠোঁটে,এ হাসি সত্য নয়,
ভিতরে-বাইরে জলন্ত খাক,চারিধার সংশয়!
একটা রাত্রি কিংবা দিবস বলল না ভালো রাখি,
ঝড় বয়ে যায় প্রচণ্ড বেগে,যেন কালবৈশাখী।
কান্না করতে যে সাহস লাগে,সে সাহস প্রাণে নেই,
আঁধারের কাছে সদা কৃতজ্ঞ,আঁখি মুছি আঁধারেই।
দেখল না কেউ,বুঝল না কেউ,এ ভাবেই চলে রোজ,
এতটুকু জানি;মন্দ সময়ে করবে না এসে খোঁজ।
কে কার খবর রাখে বল দেখি,সকলেরই দিন ছোট,
তার চেয়ে বড়,শিখেছে সকলই,হতে হয় সংযত।
একলা একার স্বপ্ন দেখার ঘুমহীন ভোর আসে,
ভালো থাকবার আশা মরে ভাসে বাতাসের মান্দাসে।
সকলেই শুধু উদাহরণের মুখস্থ কথা ছোড়ে,
তারা তো রাখে না,আমার এ বেদনা নিজেদের অন্তরে।
বলবেই জানি মাথাব্যথা নেই,যা ইচ্ছা তাই কর!
অনেক সময় নিজেকে দেখেও মনে হয় যেন পর।
দূরে চলে যাব,তাওতো হয় না,বেঁচে থেকে কোথা যাই?
মায়া গুলো আজ হয়ে গেছে বড়,তার কাছে নিরুপায়।
এই জীবনের পথে-পথে যদি এতো কথা,এতো শোক,
অনেক হয়েছে,এবার না হয় পথের মৃত্যু হোক!
তোমাদের কেউ দায়ী থাকলে না,জানো তো যেমন হয়,
অবসান হবে নিত্যদিনের মিছামিছি অভিনয়।