সুবাস মেখেছি,তবু দুর্গন্ধে জীবন ভরা,
উদ্দাম মননে দেখি গভীর আঁধার রাতে,
চাঁদের কিরন অন্ধ,যেন তার ব্যাধি জরা,
পলাশ কুসুম নিয়ে পেষন করছি হাতে।


ক্ষনিক সু-অনুভূতি খোঁজে পশুকায় আঁখি,
কচি কুঁড়িকে মাখায় অজ্ঞাতে পাতক রাশি,
ফাঁদ পাতা চিত্ত দিয়ে বেশরম একা ডাকি,
আশ্বিনের লালাকাশ অজ্ঞানতায় উদাসী।


অতঃপর চতুর্দিকে প্রশ্বাস ছড়িয়ে পড়ে,
আকাশ আবার নীল,সদর্পে করে বিরাজ,
মর্দনে লসিকা মাখা কাতর বাতাসে নড়ে-
নিরাভরণ পলাশ,খুলে রাখে তার সাজ!


আমি ফিরে আসি নীলে,পবিত্র রূপী ভ্রমর!
নিশি স্বপন শিরায় নতুন কণিকা ঢেলে,
মুখে নেই রা,তখন আসুক যতই ঝড়
থাকুক; লিখনে ছিল বিধাতার অবহেলে।