আমার আমিকে ভার মনে হয় জীবনের উৎসবে,
আর কতো দূর বয়ে-বয়ে চলে আর কতো যেতে হবে!
যেদিকে তাকাই আলোর আশায়,সেথায় রাত্রি হাসে,
বারেবারে হায়,ধরা পড়ে যাই অনিশ্চিতের ফাঁসে।
আমার ললাটে বৃষ্টি আসেনা,খাঁখাঁ মরু প্রান্তর!
প্রতিক্ষণে-ক্ষণে অস্থির করে পাঁজর ফাটার ডর!
নিত্য স্বপ্নে হারিয়ে যাবার ইঙ্গিত খুঁজে পাই,
শ্বাস-প্রশ্বাস বন্দকে বাঁধা,আছড়াই-পাছড়াই!
প্রতিদিন যেন বুকের ভিতর বেদনা গড়ছে ঘর,
সময়ের সাথে পালাতে-পালাতে আমি আজ যাযাবর।
যাযাবর হয়ে আপন করেছি পৃথিবীর পথ কেই,
কতো পথ দেখি,তবুও আমার পালাবার পথ নেই!