রাতের কান্না শুনতে পাচ্ছ?কেউ জেগে আছ?
বাচ্ছা শিশুর মতন কাঁদছে অনবরত,
নিস্তব্ধ আকাশ একমাত্র সাক্ষী হয়ে চেয়ে-
দ্যাখে অশ্রভেজা চোখ,রাত কাঁদে আর কাঁদে!


রাতকে কেউ চায় না;রাতকে দ্যাখেনা কেউ!
সকাল হলে সূর্যের কিরণ আড়াল করে,
রাত কিন্তু জেগে থাকে আলোকের অন্তরালে,
অন্ধকারে সেই রাত সর্বদা কাঁদতে থাকে!


সন্তান বিয়োগ কালে অভাগীর দমফাটা
গুমরে ওঠা দেখেছ?যেন সে পাঁজর ফুঁড়ে
আগুনের শ্বাস ওঠা নামা করে মুহুর্মুহু!
ঠিক তারও বেশি কষ্ট বয়ে চলে প্রতি রাত।


রাতের চোখে অনেক অপ্রকাশ্য কথা আছে,
সে বলতে পারবেনা কোন দিন,কোন কাল!