মায়া বনে মৌ, - সে যে পারস্যের মুন্নি--
মীরজাফরের রুদ্ধ হৃদয়ে এক মনোহরা তন্বী।
জলসা ঘরে আজ নটি বিনোদিনীর বুক চিরে,
এক পশলা প্রেম গড়িয়ে নিচ্ছি কাঁচের গ্লাসে।
রঙিন জলে জলদস্যু - ঘোলাটে চোখের লালে,
বিলি কেটে হেঁটে ফিরছি কামিনীর কালো চুলে!
বিদিশার আম নিশা যেন সে হরিণী চোখ মেলে,
ইতিহাস লিখছি আবার, আমি যে দামাল ছেলে
প্রেমিক তবুও স্বার্থপর, - কেউ তো রাখেনি মনে,
সিংহাসন আমার ছিল, - লোভ লালসা গহীনে!
তুরুপ নাচে নটি'ই নাচে - যেমন নাচে রাই!
পতিত পাবণ অকাল শ্রাবণ, - মানুষ চেনা দায়!
চাঁদের গায়ে চাঁদ'ই লাগে, - জলেও লাগে ঘোর,
আসল নকল সময় রাগে - সমাজ সাজে চোর !
কৃপণ বাবু নিপূণ তবু, -- গোড়ায় রাখেন গলদ!
ভাবের পুঁথি সূক্ষ্ম অতি, - মানুষ চেনায় বলদ।
নাটোরের বনলতা সেন আজ সে মায়া বনে মৌ,
বৃদ্ধ বুকে জাফর সুখে, -- এখন মুন্নি বেগম বৌ।
তুরুপ নাচে'ই নটি নাচে - যেমন নাচে রাই!
পতিত পাবণ অকাল শ্রাবণ, - মানুষ চেনা দায়!
মায়া বনে মৌ, - এখন সে যে পারস্যের মুন্নি--
মীরজাফরের রুদ্ধ হৃদয়ে কোনো মনোহরা তন্বী।
জলসা ঘরে আজ নটি বিনোদিনীর বুক চিরে,
এক পশলা প্রেম গড়িয়ে নিচ্ছি কাঁচের গ্লাসে।