" ব্লাউজের বোতামে কিংবা খোলা হুকে,
ভালোবাসার মাদকতা দু-চোখে এঁকে,
কখনো তোমাকে আমি ভালোবাসিনি।
বুকের কয়েক ইঞ্চি ট্রেন বগিতে,
হতে চেয়েছি শুধু এক নিঃসঙ্গ পথযাত্রী।
যৌন ক্ষুধার তাড়নায় আমি ছদ্মবেশ নিয়ে,
অন্তরজালের ফাঁকে কখনো রঙ খুঁজিনি!
পোড়া চোখ দিয়ে শুধু দেখতে চেয়েছি,
" প্রশান্ত ওই স্থীর মায়াবী চোখ দুটিতে,
এ দেহ-লাশের দাম ঠিক কতখানি ? "
ইচ্ছে থাকার সত্ত্বেও কথা বলতে না পারা,
আসলে সত্যিই যেন এক নির্মম অনুভূতি!
মায়ার পৃথিবীতে যেন আর দ্বিতীয়টি নেই!
জীবনটাকে যদি ঋতুর সমষ্টি ভেবে নাও,
তবে আমাদের মুহূর্তগুলির নাম হোক বসন্ত।
এবার তোমার মতো আমিও আকাশ হবো!
নামহীন পুষে রাখা যত দুঃখের কালো মেঘ,
সেদিন জলের দরে সব আমি কিনে নেবো!
লুকানো আছিলায় তবু যদি থেকে যায়!
তখন না-হয় সবটুকু দুঃ'খ তুমি আমায় দিও,
অনুভূতি মোড়া ছোট্ট একটা "নীল খামে"।
"ভালো খারাপ" বলে আজ কিছুই নেই !
মন রাখতে পারলে, - "তুমি" বেশ ভালো!
আর না পারলেই, - বড্ড বেশী অহংকারী।
"বাঁশি ফুলের মতো অপ্রয়োজন বেনামে,
তোমাকেও ছুঁড়ে ফেলবে ওরা ধ্বংস স্তূপে!"
সেই স্তূপেরই এক সাক্ষী ফিনিক্স আমি,
আজও গল্প লিখি "অনুভূতির নীল খামে! "