হঠাৎ করেই , - যদি চলার পথে ,
  আবার কখনো আমাদের দেখা হয় !
   চুরি যাওয়া পড়ন্ত বিকেলের বুকে ,
   শেষ হওয়া , -- সিঁদুর রাঙা আলোয় ।
  কাজলী চোখে , যদি আবার কখনো ,
   ইচ্ছে হয় , তোমাকে আগলে রাখি !
তিমির রাতের নিস্তব্ধতায় সব লুকানো ।
    তাই , কথা দিয়েই কবিতা লিখি !
   রং মিলন্তীর খেলায় শহর জুড়ে ,
  যদি আবার বসন্ত নামে দু-চোখে !
  চাওয়া পাওয়ার হিসেব খাতা ছিঁড়ে ,
    তুমি কী পারবে , আমার হতে ?
  জানিনা , ঠিক কতটুকু বদলে গেলে ,
মানুষের চোখে , তাঁকে পরিবর্তন বলে !
  জানিনা , কতোটা পথে পাড়ি দিলে ,
    সভ্য সমাজ , তাঁকে পথিক বলে !
   ভাসতে ভাসতে , দূর থেকে বহুদূরে ,
তলিয়ে যাওয়া সম্পর্কের ভিন্ন সমাহারে ,
আজও সময় , সম্পর্কের বৃথা অপচয়ে ,
শূন্য-হৃদয় , ছেঁড়া তার, -- শুধুই হাহাকারে !